গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র শিশু বিষয়ক প্রতিস্ঠান ” মাতৃসনদ ও শিশু সাস্থ্য প্রশিক্ষন ” (MCHTI) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ কর্তৃক পরীক্ষিত ও প্রত্যায়ন পত্র প্রাপ্ত – বেবী কেয়ার ইউরিন এলার্ম একটি যোগোপযোগী ও সাস্থ্যসম্মত পদ্ধতিতে তৈরি পন্য যা নবজাতক বাচ্চা প্রসাব করার সাথে সাথে বাজতে থাকে। ইহা একটি শিশুর ঠান্ডাজনিত সমস্যা যেমন – সর্দিকাশি ও মারাত্বক নিউমোনিয়ার মত রোগ প্রতিরোধে খুবই কার্যকর ভূমিকা পালন করে।
বেবি কেয়ার ইউরিন এলার্ম কিভাবে ব্যবহার করবেন?
বেবি কেয়ার ইউরিন এলার্ম —
এ একটি নিরাপদ প্লেট রয়েছে যা শিশুর বিছানায় কাথার নিচে রেখে দিলে প্রসাব করা মাত্র সয়ংক্রিয়ভাবে এলার্ম বেজে উঠবে। তখনি মা শিশুর প্রসাব উপস্থিতি টের পেয়ে বিছানা পরিবর্তন করে দিবেন, প্লেটটি মুছে দিলে আর বাজবে না। আপনার শিশু থাকবে সম্পূর্ণ নিরাপদ। তাই আপনার শিশুকে যত্ন ও সাস্থসম্মত রাখতে বেবি কেয়ার ইউরিন এলার্ম একজন দায়িত্ববান মায়ের মতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।